মঙ্গলবার (২০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর শাহপরান থানার আলীবাগ জামে মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার শাহপরাণ থানাধীন আলীবাগ এলাকার মৃত আলহাজ¦ আকবর আলী’র ছেলে মাদক কারবারিক আব্দুল মতিন (৪৫)’কে ১৯৫ পিস ইয়াবাসহ আটক করে র্যাব-৯। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামি ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার দূর্গম এলাকা থেকে এসএমপির কোতোয়ালি মডেল থানার মামলা নং-৩৬ তারিখ-২২/০৯/২০২০খ্রি. ধারা- নারী ও শিশুনির্যাতন দমনআইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৭/৩০ এর এজাহারভুক্ত ১ নং পলাতক আসামি রুমান খান সজিব(২৪)’কে আটক করেন র্যাব-৯। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন জালালিয়া রোড এলাকার জালাল আহমদ’র ছেলে। পরে র্যাব ধৃত ব্যাক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
অপরদিকে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার রামনগর এলাকা থেকে লাখাইছড়া এলাকার ধনেশ কুর্মী’র ছেলে মাদক কারবারি চন্দন কুর্মী এবং সীশেলবাড়ি এলাকর মিন্টু রাজ’র ছেলে মাদক কারবারি স্বপন রাজ’দের ৪০ বোতল বিদে শিবিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দসহ আটক করেন র্যাব-৯। উভয় থানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। উল্লিখিত ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ ধৃত ব্যাক্তিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এছাড়াও, এসএমপি সিলেট এর জালালাবাদ থানাধীন টুকের বাজার এলাকায় অভিযান করে এনামফুড’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২/৪৩/৫৩ ধারা মোতাবেক ব্যবস্থা ভঙ্গ করার অপরাধে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করা হয়।
বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
Development by: webnewsdesign.com