সিলেটে র‌্যাবের অভিযানে পলাতক আসামীসহ আটক ১১

সোমবার, ১৯ অক্টোবর ২০২০ | ৪:৪৪ অপরাহ্ণ

সিলেটে র‌্যাবের অভিযানে পলাতক আসামীসহ আটক ১১
apps

রবিবার (১৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার ও এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন সাধুর বাজার এলাকায় জুয়ার আসর থেকে জুয়া খেলার নগদ ৯৩৭০ টাকা, তাস ২ সেট জব্দসহ ৯ জন জুয়াড়ি যথাক্রমে ১। শিমুল দাস (২৩), পিতা- সুদিস চন্দ্র দাস, সাং- কল্লনী, থানা- ধিরাই, জেলা- সুনামগঞ্জ (এ/ পি- মদিনা মঞ্জিল বাগবাড়ী, কামরানের বাসা, কোতয়ালী, এসএমপি সিলেট), ২। মতিন মিয়া (২৭), পিতা- বাচ্চু মিয়া, সাং- ডালিয়া, থানা- এয়ারপোর্ট, এসএমপি সিলেট, ৩। মোঃ রাজু মিয়া (২৪), পিতা- আব্দুল খালিক, সাং- রসুলবাগ, বাসা নং-৩, ব্লক বি, রসুলবাগ, থানা- জালালাবাদ, এসএমপি সিলেট, ৪। মোঃ ইমন আহম্মেদ (২৩), পিতা- মৃত বাবুল মিয়া, সাং- বাসা নং এ/৩৬, নোয়াপাড়া, থানা-জালালাবাদ, এসএমপি সিলেট, ৫। মোঃ রুপন (২২), পিতা- মৃত আনা মিয়া, সাং- আখালিয়া বড় বাড়ী, থানা-জালালাবাদ, এসএমপি সিলেট, ৬। তারেক মিয়া (২৭), পিতা- বশির মিয়া, সাং- আখালিয়া রসুলবাগ, থানা-জালালাবাদ, এসএমপি সিলেট, ৭। মোঃ নুর উদ্দিন (৩৮), পিতা- মোঃ ইসরাইল মিয়া, সাং- সিলাম চর মোহাম্মদপুর, থানা- মোগলাবাজার, এসএমপি সিলেট, ৮। আক্তার আলী (২৭), পিতা- মৃত আফরোজ আলী, সাং- দোয়ালীয়া, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেট, এ/পি লাউয়াই কাশবন, থানা দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট, ৯। মোঃ জমির মিয়া (৩৮), পিতা- মৃত আফতাব মিয়া, সাং- বাসা নং-৩৪, ব্লক- বি, দক্ষিণ ভার্তখোলা আওরো বাড়ী, থানা- দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট’দের আটক করে র‌্যাব-৯। জব্দকৃত আলামতসহ ধৃত জুয়াড়িদের বিরুদ্ধে র‌্যাব জুয়া আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, এসএমপির কোতয়ালী থানাধীন পিয়াজ পট্টি এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেন(৩০), পিতা-শুক্কর মিয়া, সাং- শ্রীরামপুর পূর্বপাড়া, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া ‘কে গ্রেফতার করেন র‌্যাব-৯। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, এসএমপির কোতয়ালী থানাধীন পূর্ব বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫২ লিটার দেশীয় মদ জব্দসহ মদ কারবারি মোঃ সেলিম (৩৮)’কে আটক করা হয়। আসামী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকার মৃত শফিক মিয়া’র ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য র‌্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত মদ কারবারিকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Development by: webnewsdesign.com