সিলেটে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৪

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৫:৩৯ অপরাহ্ণ

সিলেটে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৪
apps

শুক্রবার (১৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে হাবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আলী নগর বাজার থেকে চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল কুদ্দছ’কে আটক করেন র‌্যাব-৯। আসামী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন বুলুমারা এলাকার আব্দুল মোনাফ’র ছেলে। র‌্যাব ধৃত ব্যক্তিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করে।

এদিকে, হবিগঞ্জ জেলার সদর থানার শায়েস্তা নগর এলাকা থেকে ২৩ বোতল ফেন্সিডিল, ১১ বোতল নেশা জাতীয় এলটুরেস সিরাপ জব্দসহ মাদক কারবারি মো. রনি মিয়া(২৭) এবং মো. উজ্জল মিয়া(২৬)’কে আটক করেন র‌্যাব-৯।

অপরদিকে, এসএমপির এয়ারপোর্ট থানার আম্বরখানা এলাকা থেকে অপহরণ মামলার এজাহার নামীয় পলাতক আসামি হৃদয় আহমদ(১৮)’কে আটক করেন র‌্যাব-৯। আসামী নেত্রকোনা জেলার খালিয়াজুরি থানার মৃত মঞ্জু মিয়া’র ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Development by: webnewsdesign.com