রবিবার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানার কদমতলী বাসস্ট্যান্ড এর এনা ট্রান্সপোর্ট কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে ১০০৫ পিস ইয়াবা ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ১৮৫০০/- টাকা জব্দসহ ২ ইয়াবা কারবারিকে আটক করেন র্যাব-৯। আটককৃতরা হলেন, সিলেট জেলার গোয়াইঘাট থানাধীন সাকের পেখাখাল এলাকার লিয়াকত আলী’র স্ত্রী মোছা. নাজমা বেগম (৫০) এবং পাবনা জেলার পাবনা সদর থানাধীন বাহাদুরপুর এলাকার আঞ্জুরুল শেখ’র ছেলে মো. রিপন হোসেন পাভেল (৩১)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃতদ্বয়কে সংশ্লিষ্ট থাানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা-বাগান এলাকায় সদর কোম্পানি (সিলেটক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) লিটার চোলাই মদ জব্দসহ মাদক কারবারি আহাদ মিয়া (৩৮)’কে আটক করেন র্যাব-৯। সে সিলেট জেলার জালালাবাদ থানাধীন সোনাতুলা এলাকার মৃত রিয়াজ উল্লাহ’র ছেলে। উপর্যুক্ত ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, এসএমপির কোতোয়ালি থানার ফুলিয়াপাড়া এলাকা থেকে জুয়ারি ১। রোমানআহম্মেদ (২০), পিতা- মো. হেলাল মিয়া, সাং- ফুলিয়া পাড়া ২। মো. সুমন (২৩), পিতা- মাসুম, সাং- ফুলিয়া পাড়া, উভয় থানাঃ কোতয়ালী। এসএমপি সিলেট ও চালীবন্দর এলাকার জুয়া আসর থেকে অভিযান পরিচালনা করে ৩। সুধাংশু সরকার রাজন (৩২), পিতা- মৃত বিদ্যাধর সরকার, সাং- সিংহ নাথ, থানাঃ দিরাই, জেলা- সুনামগঞ্জ, ৪। সোহেল আহমদ (৩০), পিতাঃ- মৃত আব্দুল আলী, সাং- পূর্ব কুশিঘাট, থানাঃ- শাহপরান, এসএমপি সিলেট, ৫। মো. ফোরকান হোসেন (৩২), পিতা- মো. আব্দুস ছাত্তার, সাং- গ্রামতলা, থানাঃ বড়লেখা, জেলা- মৌলভীবাজার, ৬। মো. ময়নুল ইসলাম অপু (৩৫), পিতা- মৃত মো. ফারুখ মিয়া, সাং- ইসলামপুর মেজরটিলা, থানাঃ শাহপরান, এসএমপি সিলেট, ৭। মো. আতিকুর রহমান (৪০), পিতা- মো. আফতাব উদ্দিন, সাং- শিমুলবাগ, থানাঃ দক্ষিণ সুনামগঞ্জ, জেলা- সুনামগঞ্জ, ৮। মোঃ আলামিন মিয়া (২২), পিতাঃ মোঃ ফারুখ মিয়া, সাং- কল্যাণপুর, থানা-তাহেরপুর, জেলা- সুনামগঞ্জ, ৯। আশরাফ (৫১), পিতা- আব্দুর রউফ, সাং- বগডহর, থানাঃ নবীনগর, জেলাঃ ব্রাম্মণবাড়ীয়া, ১০। ইয়াছিরুল (১৮), পিতাঃ নূর উদ্দিন, সাং- গাঘটিয়া, থানাঃ তাহেরপুর, জেলাঃ সুনামগঞ্জ। গ্রেফতার করে তাদের হেফাজত থেকে জুয়া খেলার কার্ড ও নগদ ৩৫০০ টাকা জব্দ করা হয়। ধৃত জুয়ারিদের বিরুদ্ধে র্যাব জুয়া আইনে মামলা দায়ের করে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯৫০ পিস ইয়াবা জব্দসহ ইয়াবা কারবারি শুভ (১৯)’কে আটক করেন র্যাব-৯। আসামী শুভ সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন লামাশ্যামপুর এলাকার আব্দুল হক’র ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
Development by: webnewsdesign.com