শনিবার (১০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনি. এএসপি নাহিদ হাসান, এএসপি আফসান এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানার টেংগারগাঁও এলাকা থেকে ভারতীয় ২৭১০০ পিস ক্রিম যার আনুমানিক মূল্য ৫৪,২০,০০০/-টাকা, পণ্যে পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন গিলাচলা এলাকার মৃত আব্দুল্লাহ’র ছেলে এবং মো. ছানোয়ার হোসেন (১৯) শ্রীপুর এলাকার আব্দুল নুর’র ছেলে। উভয়ই সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন বাসিন্দা। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামিদ্বয় ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
এদিকে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রানীরকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৭ কেজি গাঁজা জব্দসহ ২ গাঁজা কারবারিকে আটক করেন র্যাব-৯। আসামীদ্বয় হলেন মৃত নিলাম্বর তাতী’র ছেলে হেমন্ত তাতী (৩১) এবং সুনীল ব্যানার্জী’র ছেলে রাজেন্দ্র ব্যানার্জী (২৫)। উভয়ই হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন আড়ংবিল এলাকার বাসিন্দা। উল্লিখিত ঘটনায় র্যাব মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তিদ্বয়দের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
উভয় বিষয় দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
Development by: webnewsdesign.com