সিলেটে র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ | ৮:৩১ অপরাহ্ণ

সিলেটে র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক
apps

গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনি. এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার খাগাইলগ্রাম থেকে ১৪৫ পিস ইয়াবা জব্দসহ ১ ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মো. সেলিমউদ্দিন (৩০) সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন খাগাইল এলাকার হাজী আব্দুস ছালাম’র ছেলে। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৯।

 

এদিকে, গতকাল মঙ্গলবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার ফয়সল আহমদ, এএসপি মো. আব্দুললাহ এবং মো. শফিকুল ইসলাম (সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ) এর সমন্বয়ে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার নোয়াগাঁও এলাকায় মেয়াদ উর্ত্তীণ ও ভেজাল দ্রব্য বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে ১। সবুজ ভ্যারাইটিস স্টোর’কে ৭.০০০/- ২। রাজু স্টোর’কে ৩,০০০/- ৩। বুশরা কসমেটিকস’কে ২০০০/- ৪। নিখিল স্টোর কে ১০,০০০/-, ৫। আলমদিনা স্টোর’ কে ২,০০০/- ৬। নঈম ট্রেডার্স কে ২,০০০/- টাকাসহ মোট ২৬০০০ টাকা জরিমানা করেন।

উভয় বিষয় দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Development by: webnewsdesign.com