সিলেটে র‌্যাবের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ | ৪:৫৭ অপরাহ্ণ

সিলেটে র‌্যাবের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক
apps

গতকাল সোমবার(১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনি. এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি এ. কে. এম কামরুজ্জামান এর নেতৃত্বে সিলেট জেলার কানাইঘাট থানাধীন দীঘিরপাড় এলাকা থেকে ১২ লাখ টাকা সমমূল্যের ইয়াবা ২৪০০ (দুই হাজার চারশত) পিস জব্দসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতদের একজন মো. হিবজুর রহমান (৫৭) নকতিপাড়া এলাকার মৃত জালাল উদ্দিন’র ছেলে। অন্যজন ফয়ছল আহম্মেদ (২১) সুনারখের এলাকার শরিফ উদ্দিন’র ছেলে। উভয় সিলেট জেলার কানাইঘাট থানার। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করে র‌্যাব-৯।

এদিকে, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পের) একটি আভিযানিক দল লে. কমান্ডার ফয়সল আহমদ এবং এএসপি মো. আব্দুললাহ এর নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(সুনামগঞ্জ) এর সমন্বয়ে সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ থানার দক্ষিন গাজী নগর গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে ২ গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়।

আসামীদ্বয়ের একজন আব্দুল আলী প্রকাশ ফকির(৪৯) মৃত আব্দুল মানিক’র ছেলে। অন্যজন জমির আলী’র ছেলে। উভয় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন দক্ষিণ গাজীনগর এলাকার। তাদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দক্ষিণ সুনাগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৯।

উভয় বিষয় দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Development by: webnewsdesign.com