সিলেটে র‌্যাবের অভিযানে আটক ২

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ | ৫:৩৫ অপরাহ্ণ

সিলেটে র‌্যাবের অভিযানে আটক ২
apps

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর উপ-অধিনায়ক সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, সিনিঃ এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইন এর সমন্বয়ে গঠিত সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এসএমপির শাহপরান থানার খাদিমনগর এলাকা থেকে ভারতীয় ১১,৬৪০ পিস বিস্কুট জব্দসহ ১ চোরাকারবারীকে আটক করা হয়।

আসামী সাফি চৌধুরী (২৫) সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন খাড়াবরা এলাকার কামাল আহমেদ’র ছেলে। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র‌্যাব বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৯।

 

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর সিনি. এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি এ. কে. এম কামরুজ্জামান এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল সিলেট জেলার জকিগঞ্জ থানার খলাছড়া এলাকা থেকে ৯৩ (তিরানব্বই) বোতল ফেন্সিডিল জব্দসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আসামী আ. হামিদ (৩৫) সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন বড়পাথর এলাকার আ. আজিজ’র ছেলে। জব্দকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৯।

উভয় বিষয় দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাবের মিডিয়া অফিসার ওবাইন।

Development by: webnewsdesign.com