সিলেটে রায়হান হত্যার বিচার ও আকবরের গ্রেপ্তারের দাবিতে ১৪ নং ওয়ার্ডবাসীর মানববন্ধন

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৩:৩৩ অপরাহ্ণ

সিলেটে রায়হান হত্যার বিচার ও আকবরের গ্রেপ্তারের দাবিতে ১৪ নং ওয়ার্ডবাসীর মানববন্ধন
apps

সিলেটে ‘পুলিশি নির্যাতনে’ নিহত রায়হান আহমদের হত্যার বিচার ও ‘অভিযুক্ত’ বন্দরবাজার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আকবর ভূঁইয়াকে গ্রেপ্তারের দাবিতে মানব্বন্ধন করেছেন ১৪ নং ওয়ার্ডবাসী।

শনিবার সকালে(১৭ অক্টোবর) ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের সভাপতিত্বে সিলেট সিটি কর্পোরেশনের সামনে এক বিরাট মানব্বন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশের লোকজন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা অনতিবিলম্বে দ্রুত নিহত রায়হান আহমদের হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তার এবং তাদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত সাবেক ইনচার্জ এসআই আকবরকে দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানান তারা।

বক্তারা অভিযোগে আরও বলেন, এর আগেও বন্দর বাজার ফাঁড়ির সদস্যরা মানুষজনকে হয়রানি ও চাঁদাবাজির সাথে জড়িত ছিলো। তারা সকল ঘটনার তদন্তপূর্বক জড়িতদের শাস্তির দাবি করেন।

Development by: webnewsdesign.com