সিলেটে রায়হান হত্যাকাণ্ড: আকবরকে পালাতে সাহায্যকারী এসআই বরখাস্ত

বুধবার, ২১ অক্টোবর ২০২০ | ৯:২১ অপরাহ্ণ

সিলেটে রায়হান হত্যাকাণ্ড: আকবরকে পালাতে সাহায্যকারী এসআই বরখাস্ত
apps

সিলেটের বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেনকে পালাতে সহায়তা করায় হাসান উদ্দিন নামে এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি পুলিশ ফাঁড়ির ‘টু-আইসি’ পদে কর্মরত ছিলেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ সাময়িক বরখাস্তকৃত এসআই আকবর হোসেনকে ফাঁড়ি থেকে পালাতে সহায়তা ও তথ্য গোপনের অপরাধে এসআই হাসান উদ্দিনকে সাময়িকভাবে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে নেহারিপাড়ার বাসিন্দা রায়হানকে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

বর্তমানে এই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

Development by: webnewsdesign.com