সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কামালবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আব্দুল মতিন (৫০) নামের ওই আসামিকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতার করা হয়।
আব্দুল মতিন দক্ষিণ সুরমার নভাগী গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, আব্দুল মতিন বিশ্বনাথ থানায় দায়েরকৃত একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে।
Development by: webnewsdesign.com