সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর হযরত মানিক পীর (রহ.) গোরস্তানে হাজারো মানুষের কবর খুঁড়ে অত্যন্ত অপরিকল্পিতভাবে গার্ডওয়াল নির্মাণের প্রতিবাদে পুঁসে উঠছে জনতা।
এছাড়া হাজারো কবরকে হাঁটাচলা ও পার্কিং প্লেস হিসেবে উন্মুক্ত ব্যবহারের জন্যে ছেড়ে দেয়ার ঘৃণ্য চেষ্টার প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা টিলার পাদদেশে জানাযা নামাজের খোলাস্থানে এক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সিলেটের সচেতন নাগরিক সমাজের ব্যানারে নির্দলীয়, নিরপেক্ষ ও ন্যায্য দাবি আদায়ে সিলেট নগরী-শহরতলীর প্রতিটি পাড়া-মহল্লার মানুষকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান করা হয়েছে।
Development by: webnewsdesign.com