সিলেটে মানিক পীর (রহ.) গোরস্তান খুঁড়ে গার্ডওয়াল নির্মাণের প্রতিবাদে পুঁসে উঠছে জনতা

বুধবার, ০৯ জুন ২০২১ | ৬:১৩ অপরাহ্ণ

সিলেটে মানিক পীর (রহ.) গোরস্তান খুঁড়ে গার্ডওয়াল নির্মাণের প্রতিবাদে পুঁসে উঠছে জনতা
apps

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর হযরত মানিক পীর (রহ.) গোরস্তানে হাজারো মানুষের কবর খুঁড়ে অত্যন্ত অপরিকল্পিতভাবে গার্ডওয়াল নির্মাণের প্রতিবাদে পুঁসে উঠছে জনতা।

এছাড়া হাজারো কবরকে হাঁটাচলা ও পার্কিং প্লেস হিসেবে উন্মুক্ত ব্যবহারের জন্যে ছেড়ে দেয়ার ঘৃণ্য চেষ্টার প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা টিলার পাদদেশে জানাযা নামাজের খোলাস্থানে এক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সিলেটের সচেতন নাগরিক সমাজের ব্যানারে নির্দলীয়, নিরপেক্ষ ও ন্যায্য দাবি আদায়ে সিলেট নগরী-শহরতলীর প্রতিটি পাড়া-মহল্লার মানুষকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান করা হয়েছে।

Development by: webnewsdesign.com