ঈদ উল আযহার ছুটিতে গ্রামের বাড়িতে অবস্থানকালে সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা এক ব্যাংক কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতিকারীরা মো. বদরুদ্দোজা চৌধুরী নামের ওই ব্যাংক কর্মকর্তার বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।
গত ৫ জুন দুপুর থেকে ১০ জুন বিকেলের মধ্যে চুরির এ ঘটনা ঘটে। চোরেরা শাহজালাল উপশহরের সি-ব্লকের ৩৮ নম্বর রোডের ৪৬ নম্বর বাসার জানালার গ্রিল ভেঙ্গে ব্যাংকার মো. বদরুদ্দোজা চৌধুরীর বাসায় ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় এসএমপি’র শাহপরান (রহ.) থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পূবালী ব্যাংকের কোম্পানিগঞ্জ শাখার ম্যানেজার মো. বদরুদ্দোজা চৌধুরীর ছোট ভাই ওসমান গনি চৌধুরী।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপশহরের ভাড়া বাসার দরজা-জানালা বন্ধ করে মূল দরজায় তালা দিয়ে গ্রামের বাড়িতে স্বপরিবারে ঈদ উদযাপন করতে যান বদরুদোজ্জা চৌধুরী। ১০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে ছুটি শেষে বাসায় এসে দেখতে পান সবকিছু এলোমেলো এবং জানালার গ্রিল ভাঙ্গা।
দুষ্কৃতিকারীরা আলমারি থেকে নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা, ২৭ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড, আড়াই ভরি ওজনের স্বর্ণের গলার হার, হাতের বালা, কানের দুলসহ ৪ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যেও স্বর্ণালংকার, ১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ল্যাপটপ, স্মার্টফোন ও ৪টি ঘড়ি, বিভিন্ন ব্যাংকের কয়েকটি চেকের পাতা ও জরুরী কাগজপত্র চুরি করে নিয়ে গেছে।
এদিকে ঘটনার পর শাহপরান (রহ.) থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Development by: webnewsdesign.com