সিলেটে বিপুল পরিমান ভারতীয় স্পোর্টস সুজসহ গ্রেফতার ২

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | ৪:০০ অপরাহ্ণ

সিলেটে বিপুল পরিমান ভারতীয় স্পোর্টস সুজসহ গ্রেফতার ২
apps

সিলেটের ওসমানীনগর থেকে শুল্ক কর ফাঁকি দিয়ে বিপুল পরিমান ভারতীয় তৈরী স্পোর্টস সুজসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। রবিবার (২৫ এপ্রিল) বিকেল তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের ওসমানীনগর থানার চিন্তামনী গ্রামের মৃত সজ্জাদ আলীর পুত্র দেলোয়ার হোসে (৩০) তার সহোদর ভাই মো: সাব্বির আহম্মেদ (২৩)।

র‌্যাব-৯’র জানায়, ২৫ এপ্রিল রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি-৩, (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান এর নেতৃত্বে ওসমানীনগর থানাধীন চিন্তমনী গ্রামস্থ ধৃত আসামীদ্বয়ের নিজস্ব পরিত্যাক্ত মুরগীর ফার্মের টিন সেড ঘরের ভিতর হতে আমদানীশুল্ক ও কর ফাঁকি দেওয়া বিপুল পরিমান ভারতীয় তৈরী স্পোর্টস সুজ জব্দসহ পেশাদার চোরাকারবারী দেলোয়ার হোসেন ও মোঃ সাব্বির আহম্মেদকে গ্রেফতার করে।

পরবর্তীআইনিব্যবস্থা গ্রহণকরার লক্ষ্যে র‌্যাব ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎ ধপঃ,১৯৭৪ এর২৫ (ন) ধারা মাদক আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ আসামীদ্বয়’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৭

Development by: webnewsdesign.com