সিলেট শহরতলী ও গোয়াইনঘাট থেকে বিপুল পরিমান বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার (১৪ আগষ্ট) পীরেরবাজার ও লংপুর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার ছাতক থানার টিলারগাঁও গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র বর্তমানে এসএমপি মোগরাবাজার থানার বিরামপুরের বাসিন্দা মো: হানিফুর রহমান উরফে মুন্না (৩২) ও সিলেটের জৈন্তাপুর থানার কাইথগ্রামের মৃত আমীর উদ্দিনের পুত্র কবির আহম্মদ (২৩)।
শহরতলী পীরেরবাজার:
শনিবার রাত সোয়া ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ব্যাটালিয়ন সদর কোম্পানী (সিলেটক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি, সিলেট এর শাহপরান (রহঃ) থানাধীন পীরেরবাজার বলাকা মার্কেট তোয়াহা হারবাল এবং হোমিও ঔষধলায় এর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: হানিফুর রহমান উরফে মুন্নাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ২২ বোতল (৭৫০ মিঃলিঃ)বিদেশী দামী মদ উদ্ধার করে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন; ২০১৮ এর ৩৬ (১) এর সারণি ২৪(খ) ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত সমূহ শাহপরান (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।
গোয়াইনঘাট:
শনিবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন লংপুর সাকিনস্থ শাহজালাল নয়াবাজারস্থ তৌহিদ অটো সার্ভিস সেন্টার এর পাশে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কবির আহম্মদকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ৪০৯ বোতল OFFICER’S CHOICE (ভারতীয় মদ) উদ্ধার ও জব্দ করে র্যাব।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন; ২০১৮ এর ৩৬ (১) এর সারণি ২৪(খ) ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত সমূহ সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৫
Development by: webnewsdesign.com