সিলেটের গোয়াইনঘাট থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লক্ষ ১০ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি আটক করেছে র্যাব-৯’র সদস্যরা। রবিবার (৪ জুলাই) রাতে বাগবাড়ী গ্রাম থেকে এ বিড়িগুলো উদ্ধার ও জব্দ করা হয়।
র্যাব-৯ জানায়, রবিবার রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, ব্যাটালিয়ন সদর, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, র্যাব-৯, সিলেট) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (সিও, র্যাব-৯, সিলেট) এবং অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলমের নেতৃত্বে গোয়াইনঘাট থানাধীন বাগবাড়ী গ্রামস্থ চিড়িঙ্গি খেওয়াঘাট সংলগ্ন সেলিম এর দোকান ঘর হতে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় ২,১০,০০০ (দুই লক্ষ দশ হাজার) পিস ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জেলা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার সিনি: এএসপি ওবাইন জানান।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৪
Development by: webnewsdesign.com