সিলেটের বিশ্বনাথ ও হবিগঞ্জে বিপুল পরিমান ইয়াবা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)’র সদস্যরা। রবিবার (৭ মার্চ) বিকেলে ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বেজোড়া গ্রামের মৃত মিয়া হোেেসনের পুত্র মো: জাকির হোসেন (৩৬) ও সিলেটের বিশ^নাথ থানার মুফতিরগাঁও গ্রামের মৃত আমির আলীর পুত্র জুমন মিয়া উরফে শোয়েব (১৯)।
র্যাব জানায়, রবিবার রাত দেড় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়-৯,সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পানসী রেস্টুরেন্ট (নূরজাহান কমপ্লেক্স) এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দসহ মাদক ব্যবসায়ী মো: জাকির হোসেনকে গ্রেফতার করে।
এদিকে একইদিন বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, মিডিয়া অফিসার এএসপি ওবাইন এবং এএসপি আফসান আল আলম এর নেতৃতে সিলেট জেলার বিশ^নাথ থানার মুফতিরগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জুমন মিয়া উরফে শোয়েবকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে।
পৃথক অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৮
Development by: webnewsdesign.com