বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশে মারামারির ঘটনা ঘটেছে।
সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজনে মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ২টা থেকে সিলেটের রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ শুরু হয়।
সভায় কেন্দ্রীয় ও সিলেট বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে যখন একে একে বক্তব্য রাখছিলেন ঠিক তখন মঞ্চের পাশেই দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পরে মঞ্চ থেকে কয়েকজন এসে তাদের নিভৃত করেন।
এসময় মাইকে সিলেট জেলা স্বেচ্ছাসসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বক্তব্য রাখছিলেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপি আয়োজনে মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ২টা থেকে সিলেটের রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ শুরু হয়। সভায় কেন্দ্রীয় ও সিলেট বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন।
সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখার কথা রয়েছে।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ।
এদিকে সমাবেশ স্থলের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছেন।
Development by: webnewsdesign.com