সিলেটে বাসচাপায় চাঁন মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁন মিয়া ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুর তেলিখাল এলাকায় সড়কের পাশ দিয়ে গরু নিয়ে যাচ্ছিলেন চাঁন মিয়া।
এ সময় সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি টুরিস্ট বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ঘাতক ট্যুরিস্ট বাসটি জব্দ করা হয়েছে।
Development by: webnewsdesign.com