সিলেটে বাংলা-বিদেশী মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১ | ৫:৫৫ অপরাহ্ণ

সিলেটে বাংলা-বিদেশী মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

সিলেটের এয়ারপোর্ট, শাহপরান ও কানাইঘাট থানা এলাকা থেকে বিপুল পরিমান বাংলা মদ, বিদেশী মদ ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। বৃহস্পতিবার ও বুধবার (১০ ও ১১ ফেব্রুয়ারী) বিভিন্ন সময় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও আলামত জব্দ ও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, এয়ারপোর্ট থানার ইসলামপুর পোড়াবাড়ীর বিশ্বা উড়াও এর পুত্র সজীব উড়াও (২১), কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট থানার ডেবনডাল গ্রামের সুলতান মিয়ার পুত্র জাহাঙ্গীর হোসেন (৪০) ও সিলেটের কানাইঘাট থানার সোনাতনপুঞ্জির আব্দুল হকের পুত্র মো: রুমান আহমদ (২২)।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব পৃথক মাদক আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় আলামতসহ হস্তান্তর করেছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।

র‌্যাব জানায়, ১০ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানার লাখাউড়াএলাকা থেকে ৩২০ লিটার দেশীয় চোলাই (বাংলা মদ) মদ উদ্ধার ও জব্দসহ মাদক ব্যবসায়ী সজীব উড়াওকে গ্রেফতার করে।
র‌্যাব ৯’র অপর একটি দল ১০ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর কোম্পানি) এর একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতি.পুলিশ সুপার মো. সামিউল আলম এর নেতৃত্বে এসএমপি সিলেটের শাহপরাণ (রঃ) থানার খাদিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪৬ পিস ইয়াবা উদ্ধার ও জব্দসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে র‌্যাব।

এদিকে র‌্যাব-৯ এর আরেকটি দল আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ার) সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি ওবাইন এর নেতৃত্বে সিলেট জেলার কানাইঘাট থানার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ রুমান আহমদকে গ্রেফতার করে র‌্যাব।

বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১১

Development by: webnewsdesign.com