সিলেটে বাঁধ কেটে ডুবিয়ে দেয়া হল ২১ কোয়ারি

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ৯:২২ অপরাহ্ণ

সিলেটে বাঁধ কেটে ডুবিয়ে দেয়া হল ২১ কোয়ারি
apps

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ কোয়ারিতে টাস্কফোর্সের অভিযানে বাঁধ কেটে ২১টি কোয়ারি সম্পূর্ণ পানিতে ডুবিয়ে দেয়া হয়। গতকাল ভোলাগঞ্জের পাথর কোয়ারিতে মাটি চাপায় শ্রমিক নিহত হওয়ার পর আজ এই অভিযান চালানো হয়।

অভিযানে ৩১টি শ্যালো মেশিন, ৭ হাজার ফুট পাইপ ও অবৈধ ভাবে পাথর উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চলে।

 

 

 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বিজিবিসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, পরিবেশ বিধ্বংসী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ কাজের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Development by: webnewsdesign.com