সিলেটে ফেনসিডিল, ভারতীয় পাতার বিড়ি ও দেশীয় তৈরী চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। ১৫ ও ১৬ আগষ্ট ৩ স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং মাদকগুলো উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছে, গোয়াইনঘাট থানার পাচছেউতি গ্রামের নিজাম উদ্দিনের পুত্র মো: নাসির উদ্দিন (২২), একই থানার নয়াখেল গ্রামের আব্দুল গফুরের পুত্র আলামিন (২২) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আব্দুল্লাহপুর গ্রামের মো: রাষ্টু মিয়ার পুত্র বর্তমানে এসএমপি শাহপরান থানা এলাকার বাসিন্দা মো: বিল্লাল মিয়া (২৪)।
কোতোয়ালী থানা:
আজ সোমবার ১৬ আগষ্ট সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর কোতয়ালী থানাধীন চৌহাট্টা পয়েন্টস্থ “দি সেন্ট্রাল ফার্মেসী লিমিটেড”এর সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে ৫ লাখ ২৫ হাজার ভারতীয় পাতার বিড়ি (আনুমানিক মূল্য ৫,২৫,০০০/- টাকা), ডিআই পিকআপ গাড়ী ১টি মোবাইল ২টি, সীম ২টি জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন ও আলামিনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব-৯।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎ ধপঃ,১৯৭৪ এর২৫-ই ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামীদ্বয় ও জব্দকৃত আলামত সমূহসহ এসএমপি-সিলেট এর কোতয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে।
এয়ারপোর্ট থানা:
১৫ আগষ্ট রবিবার রাত পৌনে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর এয়ারপোর্ট থানাধীন খাদিম চা বাগানস্থ পাট্টাবাজার নামক এলাকায় মদের পাট্টায় প্রবেশ পথের সামনে কংক্রিট এর রাস্তার উপর হতে অভিযান পরিচালনা করে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মাদক ব্যবসায়ী মো: বিল্লাল মিয়াকে গ্রেফতার করে।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ২৪ (খ) ধারা মূলে মামলা দায়ের পূর্বক আসামীও জব্দকৃত আলামত সমূহসহ এসএমপি-সিলেট এর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানা:
১৫ আগষ্ট রবিবার রাত সোয়া ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ইসলামপুর গ্রামস্থ ইসলামপুর বায়তুল আমান জামে মসজিদ এর সামনে হতে পরিত্যাক্ত অবস্থায় ৪৭ বোতল ফেনসিডিল, ঞঠঝ মোটর সাইকেল ১টি, পুরাতন মোবাইল ১টি ও সীমকার্ড ২টি উদ্ধার করে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সমূহ কোম্পানীগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৬
Development by: webnewsdesign.com