সিলেটে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত

মঙ্গলবার, ০১ জুন ২০২১ | ৩:৪৫ অপরাহ্ণ

সিলেটে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত
apps

সিলেট দক্ষিণ সুরমায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (৩১ মে) দুপুর ১টার দিকে সিলাম ইউনিয়নের গাজীরপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহতকে পুলিশ উদ্ধার করে স্থানীয় লোকজন দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আহত কৃষকের নাম, মো: আব্দুল্লাহ মিয়া (৬৫)। তিনি মোগলাবাজার থানার সিলাম এলাকার গাজীরপাড়ার মৃত আব্দুর রশিদের পুত্র।

আহত আব্দুল্লাহর ছেলে জুবায়ের বিন আব্দুল্লাহ বলেন, মো: আব্দুল্লাহ মিয়া ও একই এলাকার মর্তুজ আলী ও মাহমুদ আলীর গংদের সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়েও আদালতে মামলা-মোকদ্দমা রয়েছে। গতকাল সোমবার (৩১ মে) বেলা ১১ টার দিকে দু’পক্ষের বিরোধকৃত জায়গাটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার মো: শাহজাহান ভূঁঞাসহ একদল পুলিশ।

তিনি পরিদর্শন শেষে আসার পর প্রতিপক্ষ একই গ্রামের মো: মকবুল আলীর পুত্র মর্তুজ আলী (২৬) তার ভাই মাহমুদ আলী (২৩), নুর মিয়ার পুত্র মনজিল মিয়া (৩৫) ও মৃত হেলাল মিয়ার পুত্র মুক্তাদির মিয়া (২০) দেশী অস্ত্র-সস্ত্রে সঞ্জিত হয়ে মো: আব্দুল্লাহ মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তার ঘরে প্রবেশ করে ভাংচুর চালায় ও ঘরে কেউ না থাকার সুযোগে মো: আব্দুল্লাহ মিয়াকে ব্যাপক মারপিট করে গুরুতর আহত করে পালিয়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহত মো: আব্দুল্লাহ মিয়াকে উদ্ধার করে স্থানীয় লোকজন তাকে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তিনি আরো বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরিদর্শন শেষে ঘটনাস্থল থেকে আসার পর এ ধরনের হামলার ঘটনা সম্পর্কে মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার মো: শাহজাহান ভূঁঞার সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০১

Development by: webnewsdesign.com