সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা হতে প্রতারণা মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামী শাহীন আহমেদ (৪৫) দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে র্যাব-এর হাতে গ্রেপ্তার ।
র্যাব সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিএসসি, (ইসলামপুর ক্যাম্প) সিলেট এর একটি আভিযানিক দল এসএমপি, সিলেটের এয়ারপোর্ট থানার সিআর মামলা নং- ৮৪১/১৭, টিআর-৫৮/১৯, ধারা- ৪২০ দন্ডবিধি মূলে সাজা প্রাপ্ত পলাতক আসামী শাহীন আহমেদ (৪৫), পিতা- ইসমত মিয়া , প্রোপাইটর- সাকিব ভ্যারাইটিজ ষ্টোর, এয়ারপোর্ট রোড, সৈয়দ মঞ্জিল, মজুমদারী, থানা- এয়ারপোর্ট, এসএমপি-সিলেট এর অবস্থান সনাক্ত পূর্বক ১৫ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ ০০.১৫ ঘটিকার সময় স্পেশাল কোম্পানীর আভিযানিক দল এসএমপি, সিলেটের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ এলাকায় উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঘেরাও পূর্বক গ্রেফতার করে। গ্রেফতারী পরোয়ানা মূলে জানা যায় যে, প্রতারণার কারনে ২০১৭ সালে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা রুজু হয় এবং মামলার রায়- ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড; ঘোষনার পূর্বে আসামী পলাতক হয়ে যায়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীকে এসএমপি, সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তি
Development by: webnewsdesign.com