সিলেটের বন্দরবাজার থেকে ১৫৯০ পিস ইয়াবাসহ আলী হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাথীন কাঞ্চনপুর গ্রামের আব্দুল শহীদের ছেলে।
বর্তমানে সে বাগবাড়ি এলাকাস্থ আশেক মিয়ার কলোনীতে বসবাস করে আসছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের করে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে আলী হোসেনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এরআগে মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বন্দরবাজারস্থ মশরাফিয়া রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব ১৫৯০ পিস ইয়াবাসহ আলী হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
Development by: webnewsdesign.com