সিলেটে ছিনতাইকারী ও প্রতারক গ্রেফতার

রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ৩:৫৫ অপরাহ্ণ

সিলেটে ছিনতাইকারী ও প্রতারক গ্রেফতার
apps

সিলেটের শাহপরান ও জালালাবাদ এলাকা থেকে ছিনতাই ও প্রতারণা মামলার ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। শনিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেট শাহপরান থানার বোরহানউদ্দিন ব্রাক্ষণপাড়ার মৃত আব্দুর রহমানের পুত্র জিসান (২২) ও এসএমপি জালালাবাদ থানার নয়াবাজার উদ্দীপন বি-৪ নং বাসার মারুফ আহম্মদের পুত্র মো: কামরান মিয়া (২০)।

র‌্যাব জানায়, শনিবার বিকেল ৪ টার দিকে ও রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প)এর কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে পৃথক দুইটি আভিযানিক দল এসএমপি শাহপরাণ ও জালালাবাদ থানা এলাকা থেকে ছিনতাই ও প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক জিসান ও মোঃ কামরান মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লি¬¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৭

Development by: webnewsdesign.com