সিলেটে চার বছরের এক এতিম শিশুকে তার পালক চাচা ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে সিলেট সদর উপজেলার বাইশটিলা এলাকায় এ ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর থেকে ধর্ষক ইসলাম উদ্দিন পলাতক রয়েছেন। তিনি বাইশটিলা এলাকার আব্দুল শুকুরের ছেলে। পেশায় তিনি সিএনজি অটোরিকশা চালক।
শিশুটির বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র চলে যায়। তিন মাস বয়স থেকে সে ইসলাম উদ্দিনের বাড়িতে বড় হয়। ইসলাম উদ্দিন সম্পর্কে শিশুটির চাচা। ধর্ষণের সময় শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হতে শুরু করলে তিনি পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা মো নাজিম বলেন, ইসলাম পেশায় সিএনজি চালালেও এলাকায় বেশ কয়েকটি চোরের ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। তাকে ধরা যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি খান মো. মাইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পলাতক ধর্ষককে আটক করতে অভিযান চলছে।
Development by: webnewsdesign.com