সিলেটের দক্ষিণ সুরমা থেকে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। সোমবার (৫ জুলাই) দুপুরে সিলাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার খাসতাল চড়গাঁও গ্রামের মো: রইছ মিয়ার পুত্র সামছুল আলম (২৭) ও মো: আঙ্গুর মিয়ার পুত্র জুয়েল মিয়া (২৫)।
র্যাব-৯ জানায়, সোমবার ৫ জুলাই দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, ব্যাটালিয়ন সদর ক্যাম্প, র্যাব-৯, সিলেট এর একটি আভিযানিক দল মেজর মোঃ মঈনুল ইসলাম,সিনিঃ এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুমদার, এএসপি আফসান আল আলম এর নেত্বত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন ঢালীপাড়া গ্রামস্থ সিলাম সরকার ীহাফিজিয়া দাখিল মাদ্রাসার পশ্চিমে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সামছুল আলম ও জুয়েল মিয়াকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে এবং ধৃত অসামী থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণআইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯ (ক) /৪১ ধারা মূলে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার সিনি: এএসপি ওবাইন জানান।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৬
Development by: webnewsdesign.com