সিলেটে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সিসিকের দুটি ভ্রাম্যমাণ আদালত রবিবার (১৪ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর জিন্দাবাজার ও বন্দরবাজারে এ অভিযান চালায়।
অভিযানকালে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারসহ অর্ধশতাধিক গাড়ি জব্দ করেছেন দুই ভ্রাম্যমাণ আদালত। এ রিপোর্ট লেখা (বিকাল ৩টা) পর্যন্ত সিসিকের অভিযান চলছে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ও মতিউর রহমান খান।
সিসিকের অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নগরীর জিন্দাবাজার ও বন্দরবাজারে অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিং করে নাগরিকদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে রবিবার দুপুর থেকে অভিযান চালাচ্ছেন দুই ভ্রাম্যমাণ আদালত। এ পর্যন্ত অর্ধশতাধিক গাড়ি জব্দ ও মামলা দায়ের করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হবে।
Development by: webnewsdesign.com