সিলেটে ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামী গ্রেফতার

শনিবার, ১০ এপ্রিল ২০২১ | ৪:১৭ অপরাহ্ণ

সিলেটে ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামী গ্রেফতার
apps

সিলেটের জালালাবাদ ও এয়ারপোর্ট থানার ওয়ারেন্টভূক্ত পৃথক মামলার ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। শুক্রবার (৯ এপ্রিল) রাতে ও শনিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনমাগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া গ্রামের আবরাম আলীর পুত্র বর্তমানে সে নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা হাসান মিয়া (২৪) ও সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানার খাদিমনগর চা বাগানের মৃত বিমাই মাহালীর পুত্র বীর প্রসাদ মাহালী (৩০)।

র‌্যাব জানায়, শুক্রবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সিনিয়র এএসপি লুৎফর রহমান এর নেতৃত্বে এসএমপি সিলেটের জালালাবাদ থানাধীন মদিনা মার্কেট এর সামনে অভিযান চালিয়ে জালালাবাদ থানার মামলানং-০১,তারিখ-০১/০৪/২০২০,ধারা-১৪৩/৪৪৮/৩৮৫/৩২৩/৪২৭/১১৪/৫০৬ পেনাল কোড, জিআর- ৬৩/২০এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী হাসান মিয়াকে গ্রেফতার করে।

এদিক, শনিবার সকাল ৯ টার দিকে গোপনসংবাদের ভিত্তিতের‌্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানাধীন হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে অভিযান পরিচালনা করে দায়রা নং-৯০/২১, জিআর নং-৪৬/২০, এয়াঃ থাঃ মামলানং- ২১, তারিখ ২০/০২/২০২১ ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রনআইনের ৩৬(১) এর ২৪ (ক) ও ২৪ (গ)এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বীর প্রসাদ মাহালীকে গ্রেফতার করে।

পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০

Development by: webnewsdesign.com