সিলেটে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ | ৩:৪৫ অপরাহ্ণ

সিলেটে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার
apps

সিলেটে ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। শনিবার (১৭ এপ্রিল) রাতে তাকে নগরীর আখালিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম, আমিন আহমদ (২৮)। সে এসএমপি জালালাবাদ থানার আখালিয়া নোয়াপাড়ার নজুব উল্লাহর পুত্র।

র‌্যাব জানায়, শনিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এবং এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে সিলেট এর জালালাবাদ থানাধীন আখালিয়া নোয়াপাড়া পয়েন্টে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আমিন আহমদকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৮

Development by: webnewsdesign.com