সিলেটে ইয়াবা-বিদেশী মদ-ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ | ৫:২৫ অপরাহ্ণ

সিলেটে ইয়াবা-বিদেশী মদ-ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

সিলেটের সুনামগঞ্জ ও মৌলভীবাজারে ইয়াবা, বিদেশী মদ ও ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গতকাল শুক্রবার (১৫ জানুয়ারী) বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানার কালাপুর গ্রামের মৃত বারিক মিয়ার পুত্র মো: মাসুদ মিয়া (৩৫), সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানার উত্তরকাপনা গ্রামের মো: আতর আলীর পুত্র মো: ফারুক মিয়া (২০) ও একই থানার ছাতারকোনা গ্রামের মো: শুকুর আলীর পুত্র নূর মোহাম্মদ (১৯)। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে তাদের প্রত্যেককে সংশি¬¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গতকাল ১৫ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি দল কোম্পানি কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার কালাপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ফে›িসডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ মিয়াকে গ্রেফতার করে।

একইদিন রাত ৮ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি দল কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানার মথুরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মো: ফারুক মিয়াকে গ্রেফতার করে।
এদিকে একইদিন রাত ১২ টার দিকে র‌্যাব-৯’র অপর একটি দল বিশ^ম্ভরপুর থানার ছাতারকোনা বুগলতলী নামক ফিশারিজ এলাকায় অভিযান চালিয়ে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদকে গ্রেফতার করে র‌্যাব।

ওমর ফারুক/১৬-বিএম

Development by: webnewsdesign.com