সিলেটের শ্রীমঙ্গল ও বাহুবল এলাকা থেকে ১০১ পিস ইয়াবা ও প্রায় আড়াই কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-৯। মঙ্গলবার (১০ আগষ্ট) বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার আলিশারকুল গ্রামের মো: রজব আলীর পুত্র মো: আমির হোসেন (৪২) ও হবিগঞ্জ জেলার বাহুবল থানার সুনরাগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মো: হারুন মিয়া (৪৭)।
শ্রীমঙ্গল:
মঙ্গলবার ১০ আগস্ট সন্ধ্যা সোয় ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি, এএসসি (অধিনায়ক র্যাব-৯), মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ২ নং ভূনবীর ইউনিয়ন পরিষদের অন্তর্গত সাতগাও-চৌমুহনী যাত্রী ছাউনীর সামনে ঢাকা-শ্রীমঙ্গলগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: আমির হোসেনকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে র্যাব।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর ১০ (ক)/৪১ ধারায় মামলা দায়ের পূর্বক আসামীও জব্দকৃত আলামতসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাহুবল:
মঙ্গলবার ১০আগস্ট দুপুপ ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ৪নং ইউনিয়ন এর বেড়াখাল গ্রামের মাওলানা অলিউর রহমানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: হারুন মিয়াকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর১৯(ক) ধারায় মামলা দায়ের পূর্বক আসামীও জব্দকৃত আলামতসহ হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১১
Development by: webnewsdesign.com