সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১ | ২:২৯ অপরাহ্ণ

সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

সিলেট নগরীর সুবিদবাজার থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। আজ সোমবার সকালে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম ফজল উদ্দিন (৪৭)। সে এয়ারপোর্ট থানার সুবিদবাজার এলাকার নূরানী ১১/৯ নং বাসার মৃত তোতা মিয়ার পুত্র।

র‌্যাব জানায়, সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে গোপন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম এবং এসপি আফসান আল আলম এর নেতৃতে একটি আভিযানিক দল এসএমপি সিলেট এরএয়ারপোর্ট থানার সুবিদবাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফজল উদ্দিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করে।

গ্র্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসবি আফসান-আল-আলম জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২২

Development by: webnewsdesign.com