সিলেট নগরী থেকে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ১৬ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (৩১ মার্চ) বিকেল ৪ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত ৩ টা ১৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার হিয়াবরন মোল্লাপাড়া আক্তার মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- কোতোয়ালী থানার মোকামবাড়ী বাজার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জুমন উদ্দিন (২৮) এবং জুমন উদ্দিনের স্ত্রী রুপা বেগম (২৬)।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-৩১
Development by: webnewsdesign.com