সিলেট নগরী ও জৈন্তাপুরে ৬টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯’র মোবাইল কোর্ট। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক ও যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
র্যাব-৯ জানায়, বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ হতে বিকেল আড়াই টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি, (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও শ্যামল পুরকায়স্থ সহকারি পরিচালক (মেট্টো), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিলেট এর নেতৃত্বে এসএমপি সিলেট এর কোতোয়ালী থানাএলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট নগরীর মেডিক্যাল রোডের জমিদার রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, নয়াসড়কের নবাব কিচেনকে ১৫ হাজার টাকা ও মানিক পীর রোডের রেড হাউজকে ৮ হাজার টাকাসহ সর্বমোট ২৬ হাজার টাকা ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এদিকে, একইদন বুধবার সকাল ১১টা হতে বেলা ২টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, এএসপি আফসান-আল-আলম এবং আমিরুল ইসলাম মাসুদ, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, জেলা কার্যালয় সিলেট এর নেতৃত্বে সিলেট জেলার জৈন্তাপুর থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, নাসিম ডিপার্টমেন্টাল ষ্টোরকে ১ হাজার টাকা, তালহা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও সুমাইয়া ফুড প্রোডাক্টসকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৩৬ হাজার টাকা।
মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৫
Development by: webnewsdesign.com