সিলেটের শাবিতে অনির্দিষ্টকালের লকডাউন ঘোষণা

বুধবার, ৩১ মার্চ ২০২১ | ২:৫২ অপরাহ্ণ

সিলেটের শাবিতে অনির্দিষ্টকালের লকডাউন ঘোষণা
apps

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বুধবার (৩১ মার্চ) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

ওই সময়ে কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়। এছাড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যাদের ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তারা এই নিয়মের বাইরে থাকবেন। আর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এর আগে গত বছরের ১ অক্টোবর লকডাউন ঘোষণা করা হয়েছিল শাবিপ্রবিতে।

Development by: webnewsdesign.com