সিলেটে র‌্যাবের অভিযানে ৬০ পিস প্যাথিডিন উদ্ধার

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | ৩:৫১ অপরাহ্ণ

সিলেটে র‌্যাবের অভিযানে ৬০ পিস প্যাথিডিন উদ্ধার
apps

সিলেট নগরীর মীরবক্সটুলায় একটি ওষুধের দোকানে অবৈধভাবে প্যাথিডিন মজুদ করে রাখা ৬০ পিস প্যাথিডিন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। এসময় সেখান থেকে আলমগীর হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে। আটক আলমগীর নাটোর জেলার সিংরার শউলমারির ইউসুফ আলীর ছেলে, তিনি বর্তমানে মীরবক্সটুলা এলাকায় বসবাস করেন।

র‌্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে এসএমপির কোতোয়ালী থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে মীরবক্সটুলা মাদ্রাসা মার্কেটের মেডিসিন গ্যালারী এন্ড সার্জিকেল স্টোর হতে অবৈধভাবে ৬০ পিস প্যাথিডিন মজুদের দায়ে ০১ জনকে আটক করা হয়।’

উদ্ধারকৃত আলামতসহ তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Development by: webnewsdesign.com