সিলেটের ফেঞ্চুগঞ্জে ৪ ব্যক্তিকে ১৫ লক্ষ টাকা জরিমানা

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ | ৪:৪৬ অপরাহ্ণ

সিলেটের ফেঞ্চুগঞ্জে ৪ ব্যক্তিকে ১৫ লক্ষ টাকা জরিমানা
apps

সিলেটের ফেঞ্চুগঞ্জে ৪ ব্যক্তিকে ১৫ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত যৌথভাবে অভিযান চালিয়ে তাদের মধ্যে এ জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দেড় টা হতে বিকেল ৫টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর শওকাতুল মোনায়েম, লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ,এএসপি আফসান-আল-অলম এবং মোহাম্মদ এমরান হোসাইন (পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর,সিলেট) এর নেতৃত্বে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় আব্দুল মোতালিবকে ৫ লাখ টাকা, ফরিদ আহমেদকে ৫ লাখ টাকা, নাছেরুল ইসলাম চৌধুরীকে ২ লাখ টাকা, মোঃ নুরুল ইসলামকে ৩ লাখ টাকাসহ সর্বমোট ১৫ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম জানিয়েছেন।

 

 

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৯

Development by: webnewsdesign.com