সিলেটের দক্ষিণ সুরমায় মোবাশ্বির হত্যার ঘটনায় স্ত্রী গ্রেফতার

রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১ | ৩:৫৭ অপরাহ্ণ

সিলেটের দক্ষিণ সুরমায় মোবাশ্বির হত্যার ঘটনায় স্ত্রী গ্রেফতার
apps

সিলেটের দক্ষিণ সুরমায় বরইকান্দি ইউনিয়নের ধোপাঘাটে সিলামের সালিশ ব্যক্তিত্ব ও যুক্তরাজ্য বিএনপি নেতার ভাই আব্দুল হক মোবাশ্বিরকে (৫৯) হত্যার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারী মোবাশ্বিরের দ্বিতীয় স্ত্রী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মােছা. পান্না বেগম (১৯) নামের ওই নারীকে রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় দক্ষিণ সুরমার চান্দাই থেকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হবে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদারের বরাত দিয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মুখপাত্র বি এম আশরাফ উল্যাহ তাহের এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত পান্না বেগম দক্ষিণ সুরমার চান্দাই মিলিবাড়ীর রবিউল আলমের মেয়ে।

পুলিশ জানায়, শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার থেকে বিকাল সাড়ে ৪ মধ্যে দক্ষিণ সুরমা থানাধীন ধােপাঘাটস্থ ময়ুরকুঞ্জ কমিউনিটি সেন্টারের পার্শ্ববর্তী আব্দুল হক মোবাশ্বিরের মালিকানাধীন হাউজিং প্রকল্পের দেওয়ালঘেরা টিনশেড ঘরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। মোবাশ্বির দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম শেখপাড়ার মৃত ফজলুল হকের ছেলে।

মোবাশ্বিরকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে ঘটনাস্থল হাউজিং প্রকল্পের সবজি বাগান দেখাশােনার দায়িত্বে নিয়ােজিত মাে. জমির মিয়া (৪৯) আসরের নামাজের পর পর ওই স্থানে আসলে গেইট ভিতর থেকে লাগানাে দেখেন।

তখন জমির মিয়া গেইটের নিচ দিয়ে হাত ঢুকিয়ে সিটকিনি খুলে গেইটের ভিতরে প্রবেশ করে দেওয়ালঘেরা টিনশেড ঘরের ভিতর গিয়া দেখেন আব্দুল হক মােবাশ্বির ঘরের মেজেতে প্লাস্টিকের ত্রিপলের উপর শর্ট প্যান্ট পরিহিত অবস্থায় পড়ে আছেন। তার কোনো সাড়া-শব্দ না পেয়ে মােবাশ্বিরের ছােট ভাই মাে. শামছুল হককে খবর দেন জমির মিয়া। শামছুল হক ঘটনাস্থল এসে তাঁর ভাইয়ের (মােবাশ্বির) মৃতদেহ ঘরের মেঝে পড়ে থাকতে দেখেন এবং স্থানীয় ইউনিয় পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে রাত ৮টার দিকে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরির পর রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

এদিকে, লাশ উদ্ধারের পর প্রকৃত ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করে পুলিশ। পরে রোববার বেলা আড়াইটার দিকে মোবাশ্বির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মােছা. পান্না বেগমকে গ্রেফতার করে পুলিশ। এর আগে মোবাশ্বিরের মৃত্যুর ঘটনায় বড় ভাই মাে. মুহিবুল হক দক্ষিণ সুরমা থানায় মামলা (নং- ২৪) দায়ের করেছেন।

উল্লেখ্য, ‌‘হত্যা’র শিকার আব্দুল হক মােবাশ্বির সিলাম শেখপাড়ার মৃত ফজলুল হক কন্ট্রাক্টারের ছেলে। তিনি লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সিলেট জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম তালাত আজিজের মেজো ভাই।

Development by: webnewsdesign.com