সিলেটের জৈন্তাপুর থেকে ৪৬ বোতল বিদেশী মদ ও ৬১ বোতল ফেন্সিডিলসহ ৩ জন গ্রেফতার

শনিবার, ০১ নভেম্বর ২০২৫ | ৫:২১ অপরাহ্ণ

সিলেটের জৈন্তাপুর থেকে ৪৬ বোতল বিদেশী মদ ও ৬১ বোতল ফেন্সিডিলসহ ৩ জন গ্রেফতার
apps

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিলেটের সদর কোম্পানীর একটি আভিযানিক দল গত ৩১ অক্টোবর ২০২৫ ইং তারিখ ১৯.১০ ঘটিকার সময় সিলেটের জৈন্তাপুর থানাধীন আদর্শগ্রাম বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেটের জৈন্তাপুর থানাধীন খাসিয়া পল্লি মোকামপুঞ্জী যাত্রী ছাউনীর সামনে জাফলং-সিলেট মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ১৯.২০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে ধৃত করা হয়। ধৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরবর্তীতে ধৃত ব্যক্তিদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের হেফাজতে আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল রয়েছে। অতঃপর তাদের দেখানো মতে ০১টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ১। শ্রী নাগেশ্বর পাত্র (৩৫), পিতা- শ্রী মতিন্দ পাত্র, সাং- পশ্চিম ঠাঁকুরে মাটি, ২। মোঃ আনোয়ার হোসেন (২৬), পিতা- মোঃ বাবুল মিয়া, সাং- আদর্শগ্রাম, ৩। কুশ পাত্র (২২), পিতা- বদই পাত্র, সাং- মোকামপুঞ্জী, সর্ব থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট।

গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে আমদানি নিষিদ্ধ মাদক দ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

একই তারিখে অপর একটি অভিযানে র‌্যাব-৯, সিলেটের সদর কোম্পানীর একটি আভিযানিক দল গত ৩১ অক্টোবর ২০২৫ ইং তারিখ আনুমানিক ২২.০৫ ঘটিকার সময় সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন এলাকায় মাদক দ্রব্য উদ্ধারের নিমিত্তে বিশেষ অভিযান ডিউটি করাকালীন দরবস্ত বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জৈন্তাপুর থানাধীন নয়াখেল সাকিনস্থ নয়াখেল জামে মসজিদের গেইটের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ২২.২৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি কৌশলে ০১টি পিকআপ গাড়ী রেখে পালিয়ে যায়। অতঃপর পিকআপ গাড়ী তল্লাশী করে মালামাল রাখার স্থান থেকে ০২টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৪৬ বোতল বিদেশী মদ উদ্ধার পূর্বক পিকআপ গাড়ী আটক করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারা মোতাবেক মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com