সিলেটের জৈন্তাপুরে ট্রাক খাদে পড়ে নিহত-২

রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ১২:০৯ অপরাহ্ণ

সিলেটের জৈন্তাপুরে ট্রাক খাদে পড়ে নিহত-২
ছবি-সংগৃহীত।
apps

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

রোববার সকালে সিলেট-তামবিল মহাসড়কের দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জৈন্তাপুর থানার ওসি মহসিন আলী জানান, ওই ট্রাকটি সিলেট থেকে জাফলং যাচ্ছিল। পথে দামড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক ও তার সহকারীর মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

Development by: webnewsdesign.com