সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় পথচারিরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি করেন নিরাপদ আশ্রয়ের জন্য।
সোমবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমারে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করা হয় সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে। দমকল বাহিনীর এক সদস্য জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রান্সফরমারে আগুন লাগার খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর বাহিরে বড় ধরণের কোন ঘটনা ঘটেনি।
Development by: webnewsdesign.com