সিলেটের গোয়াইনঘাটে ৩ ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা

সোমবার, ০৯ আগস্ট ২০২১ | ৩:৪৯ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাটে ৩ ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা
apps

সিলেটের গোয়াইনঘাটে ৩ ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-৯. নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর। রবিবার (৮ আগষ্ট) বিকেলে যৌথ অভিযান পরিচালনা করে তারেদেরকে এ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৯’র প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে ৩টা হতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত র‌্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি লুৎফুর রহমান এবং মোঃ এমরান হোসেন, (পরিচালক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর) সিলেট এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর আইন; ১৯৯৫ এর ১৫(২) ধারা অমান্য করায় জিয়াউর রহমানকে ২ লাখ টাকা, আমির আলীকে দেড় লাখ টাকা ও রহমানকে দেড় লাখ টাকাসহ সর্বমোট ৩ জনকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৯

Development by: webnewsdesign.com