র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকেট কালোবাজারি রোধ ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্প্রতি সময়ে বাজারে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ উঠেছে। ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যামে জানা যায় যে, একটি কোল্ড ড্রিংকস’ এর ক্যানের গায়ে অন্য ‘কোল্ড ড্রিংকস’ এর মোড়ক লাগিয়ে তা বাজারজাত করা হচ্ছে। এই প্রতারণামূলক কর্মকান্ডে সাধারণ ভোক্তা প্রতারিত হচ্ছে এবং খাদ্য নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে দেখা যাচ্ছে, প্রাণ আপ এর আসল বোতলের গায়ে লাগানো হচ্ছে পাওয়ার কোল্ড ড্রিংকস এর মোড়ক। ফলে সাধারণ ক্রেতারা বোতলের বাইরের মোড়ক দেখে ক্রয় করে প্রতারিত হচ্ছে। বাংলাদেশের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, কোনো পণ্যের আসল মোড়ক পরিবর্তন করে বিভ্রান্তিমুলক উপায়ে বিক্রি করা গুরুতর অপরাধ। এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, সিলেটের সহায়তায় র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর একটি আভিযানিক দল অদ্য ২৮/১০/২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ১৬.২০ ঘটিকায় সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন গোলাপগঞ্জ বাজার ও খালপাড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ‘প্রাণ আপ’ কোল্ড ড্রিংকসের এর বোতলের গায়ে ‘পাওয়ার কোল্ড ড্রিংকস’ লেখা ১৩২০ বোতল কোল্ড ড্রিংকসের সন্ধান পায়। উক্ত বিষয়ে প্রাণ কোম্পানীর উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত বলে জানা যায়। পরবর্তীতে প্রতারণামূলক কাজ করার দায়ে গোলাপগঞ্জ বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজ এর মালিককে ৫০,০০০/- টাকা ও খালপাড় বাজারের ফাতেমা ফ্যামেলী শপ এর মালিককে ২,০০০/- টাকাসহ মোট ৫২,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com