সিলেটের কোম্পানীগঞ্জে ৫ জুয়াড়ি আটক

শনিবার, ২৫ মার্চ ২০২৩ | ১:৩৩ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জে ৫ জুয়াড়ি আটক
সিলেটের কোম্পানীগঞ্জে ৫ জুয়াড়ি আটক
apps

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। বুধবার (২২ মার্চ) রাতে উপজেলার টুকেরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯শত ৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছেন মোঃ শাহ আলম (১৯), মোঃ রাহিম (২৮), আব্দুল গনি (২৮), জাহিদুল (২৫), মিজানুর রহমান (৩৮)।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, এসআই আসাদুল ইসলাম ও এসআই সুরঞ্জিত তালুকদারের সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে টুকেরবাজার পার্শ্ববর্তী একটি ঘরে অভিযান চালিয়ে ৫ জন জুয়াড়ি আটক ও ১৯শত ৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Development by: webnewsdesign.com