সিলেটের ঐতিহ্যবাহী আল-হামরা শপিং সিটি দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫ এর কার্যকারী সদস্য পদে মো. নোমান আহমদ বিজয়ী হয়েছেন।
গতকাল শনিবার (২৮ জুন) আল-হামরা শপিং সিটি দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ব্যবসায়ীদের মূল্যবান ভোটে জয়লাভ করেন।
নির্বাচনে বিজয়ের পর মো. নোমান আহমদ সকল ভোটার ও সমর্থক ও আল হামরা শপিং সিটির ব্যবসায়ীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—”আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান আমি সততার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করে যাবো “।
আল-হামরা শপিং সিটি মার্কেটের ব্যবসায়ীরা নতুন কমিটির মাধ্যমে শপিং সিটির আরও উন্নয়ন ও সেবা প্রত্যাশা করছেন।
Development by: webnewsdesign.com