সিলেট নগরীর শাহী ঈদগাঁহ এলাকায় গতকাল রোববার বিকেল আনুমানিক ৫ ঘটিকার সময় একটি ছিনতাইর ঘটনা ঘটে। অভিযুক্তরা সবাই দিন মজুরের কাজ করে জানা গেছে, ঘটনাস্থলে গিয়ে এলাকার মানুষকে জিজ্ঞেস করলে তারা বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেন।
ভোক্তভুগী মো: শাহীন আলম (১৮) বলেন, ঘুরাঘুরির একপর্যায়ে আমি সহ আমার সহপাঠী ১। মুনির (১৯) ২। জুনায়েদ (১৮) ৩। দেলোয়ার (১৯) ৪। সিজিল সরকার (১৭) ৫। শাজন আহমদ (১৭) ঘটনাস্থল শাহী ঈদগাঁহ ময়দানের ভিতরে গেলে অজ্ঞাতনামা ৮/৯ জন এসে কিছু বুঝে ওঠার আগেই আমাদের কাছ থেকে ৫টি মোবাইলসহ সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
পরে মোবাইল ফেরত চাইলে এক পর্যায়ে মারধর ও অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং দেশীও অস্ত্র দিয়ে প্রাণ নাশের হুমকি ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আমদেরকে ঘটনাস্থল থেকে তারিয়ে দেয়। পরে ভুক্তভোগীরা সিলেট এয়ারপোর্ট থানায় অভিযোগ করিলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
উক্ত ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছে ভুক্তভোগীরা।
Development by: webnewsdesign.com