গত ১৫ বছর ধরে সিরিয়ার শীর্ষ কূটনীতিকের দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লিমের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। প্রবীণ এই রাজনীতিবিদের জন্য শোক জানানো হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে বার্তা সংস্থা সানা খবরটি দিয়েছে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ২০১৪ সালে তিনি বৈরুতের একটি হাসপাতালে হার্ট সার্জারি করেছিলেন বলে জানা গেছে। মুয়াল্লিম ২০০৬ সাল থেকে দেশটির শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া দেশটির দীর্ঘ গৃহযুদ্ধের সময়ে ২০১২ সাল থেকে উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘদিনের মিত্র হওয়ার কারণে মুয়াল্লিম নিয়মিতভাবে বিদেশি হস্তক্ষেপ এবং সিরিয়ার সার্বভৌমত্বের নির্বিচার লঙ্ঘনের নিন্দা জানিয়ে এসেছেন।
Development by: webnewsdesign.com