সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি জিম্বাবুয়ে-পাকিস্তান

শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ | ৩:৪১ অপরাহ্ণ

সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি জিম্বাবুয়ে-পাকিস্তান
apps

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি জিম্বাবুয়ে-পাকিস্তান। ১-০তে এগিয়ে থাকায় এ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে পাকিস্তানের।শুক্রবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৩টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে গড়াবে ম্যাচ।

প্রথম ম্যাচে দারুণ খেলেও পাকিস্তানের কাছে ১১ রানে হারতে হয়েছিল স্বাগতিকদের। সে ম্যাচে দ্যুতি ছড়ানো লুক জংওয়ের দিকে দৃষ্টি থাকবে এ ম্যাচেও।

জিম্বাবুয়ের জন্য যদি স্বস্তির খবর হয় দলটির বোলিং পারফর্মেন্স তবে অস্বস্তির নাম লেজেগোবরে ব্যাটিং। তাইতো সিরিজ বাঁচানোর এই ম্যাচে দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদেরই। অন্যদিকে, পাকিস্তান স্কোয়াডে দেখা মিলতে পারে একাধিক পরিবর্তন। মোহাম্মদ নেওয়াজের পরিবর্তে দলে ফিরতে পারেন ওয়াসিম। দুদলের এর আগে ১৫ সাক্ষাতে কোনো ম্যাচই জিততে পারেনি জিম্বাবুয়ে।

Development by: webnewsdesign.com